শিক্ষা অধিকার সংসদের সেমিনারে বক্তারা
পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের যথাযথ প্রতিফলন না থাকার অভিযোগ

শিক্ষা অধিকার সংসদের সেমিনারে বক্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৩:০৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৪:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে শুক্রবার ‘২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যালোচনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে শিক্ষা অধিকার সংসদ। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণঅভ্যুত্থান যথাযথভাবে উপস্থাপন করা হয়নি এবং এনসিটিবিতে বই পরিমার্জনের দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক ও নর্থসাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।
বক্তারা পাঠ্যবইয়ের বিভিন্ন অসঙ্গতির বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, ২০২৫ সালের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান নগণ্যভাবে উল্লেখ করা হলেও বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হয়নি। বক্তাদের অভিযোগ, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, ছবির মানহীনতা, এবং বিষয়বস্তুর অসঙ্গতি লক্ষ্য করা গেছে।
শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। শহীদ আনাসের চিঠি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন ছিল, কারণ তিনি শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস ছিলেন।"
শহীদ একরামুল হক সাজিদের বোন ফারজানা হক অভিযোগ করেন, "পাঠ্যবইয়ে চাপের মুখে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হলেও, সেগুলো এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন ভবিষ্যতে এই ইতিহাস মুছে ফেলা যায়।"
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, "জুলাই অভ্যুত্থানের চেতনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু পাঠ্যবইয়ে এর সঠিক প্রতিফলন ঘটেনি। এটা আমাদের জাতীয় ব্যর্থতার প্রতিচ্ছবি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, "প্রতিবছর নতুন পাঠ্যবই ছাপানোর প্রয়োজন নেই। ভালো মানের কাগজে বই প্রকাশ করলে কয়েক বছর ব্যবহার করা যাবে। পাঠ্যবইয়ে গুণগত মান বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।"
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া বলেন, "কারিকুলামের সঠিক পরিবর্তন আনতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। জুলাই অভ্যুত্থানকে ইতিহাসে যথাযথভাবে প্রতিফলিত করতে হলে এটিকে কনটেক্সচুয়ালাইজ করা জরুরি।"
শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক ড. নিয়াজ আসাদুল্লাহ বলেন, "পাঠ্যবইয়ে থাকা অসঙ্গতি নতুন কিছু নয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হওয়া সংকট এখনও কাটেনি। সঠিক নেতৃত্বের অভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছে না।"
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, শিক্ষা অধিকার সংসদের মিডিয়া কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান মানিক, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মিসবাহুর রহমান আসিম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সংগঠনটির শিক্ষা ও গবেষণা সেলের মো. বুরহান উদ্দিন নোমান প্রমূখ।
বক্তারা দাবি করেন, শিক্ষার মান উন্নয়নে পাঠ্যক্রম সংস্কারে উদ্যোগী হতে হবে এবং আগামী প্রজন্মের জন্য জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে।
- বিষয় :
- জুলাই গণহত্যা
- পাঠ্যবই
- সেমিনার
- শিক্ষা
- এনসিটিবি