বিচারপতি নিয়োগে ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের’ সভা ২৫ ফেব্রুয়ারি

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:৪৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:০৭
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’এর পূর্ণাঙ্গ সভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাউন্সিলের সদস্য হিসেবে দুজন সদস্য মনোনীত করা হয়েছে। তারা হলেন–আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক সুমাইয়া খায়ের।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে গতকাল সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেটে প্রকাশিত ধারা ৩(২) এর (৩) (ঘ) উপধারা অনুযায়ী দুইজন সদস্য নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কাউন্সিল গঠনের বিষয়ে এই অধ্যাদেশ জারি করা হয়।
- বিষয় :
- বিচারপতি
- নিয়োগ
- সুপ্রিম কোর্ট