ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

তৌফিকুল ইসলাম খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ১৮:০৫ | আপডেট: ০৯ মার্চ ২০২৫ | ২০:৫৫

পাসপোর্টের বহুল আলোচিত ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার তাঁকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার।

সংশ্লিষ্টরা জানান, পাসপোর্ট অধিদপ্তরের যে ক’জন কর্মকর্তা জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক, তাদের মধ্যে তৌফিকুল একজন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

প্রজ্ঞাপনে লেখা রয়েছে, তৌফিকুলের বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। চাকরির বিধান অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

জানা যায়, ২০০৪ সালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন তৌফিকুল। তাঁর প্রথম পোস্টিং যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। চাকরিজীবনে তিনি নোয়াখালী, গোপালগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা, ঢাকার যাত্রাবাড়ীতে দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রধান কার্যালয়ের পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছেন। এর মধ্যে তিনি সহকারী পরিচালক সাত বছর, উপপরিচালক আট বছর এবং এরপর পরিচালক পদে পদোন্নতি পান। এ সময় তিনি সর্বসাকল্যে যথাক্রমে ৫৫ হাজার, ৬৫ হাজার এবং এখন ৭৫ হাজার টাকা করে বেতন তুলেছেন। কিন্তু এ সময়ের মধ্যে তিনি ঢাকায় আট ফ্ল্যাট, সাত প্লট ও বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন।

আরও পড়ুন

×