ধূমপান ইস্যুতে দুই তরুণীকে লাঞ্ছনা: অভিযুক্ত রিংকু থানা হেফাজতে

দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫ | ১৬:৫১ | আপডেট: ১১ মার্চ ২০২৫ | ১৩:২৫
রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার সকালে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি সমকালকে বলেন, সোমবার সকালে রিংকুকে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুই তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল (রোববার) রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ এরপর তিনি গায়ক ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার উল্লেখ না করে রিংকুকে সোমবার হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।
এর আগে ১ মার্চ শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে এক তরুণী ধূমপান করতে থাকলে স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। এ হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর উত্ত্যক্তকারীর বিচার চেয়ে বেশ কদিন উত্তপ্ত থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে নারী অধিকার কর্মীদের।