ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

আইএসপির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ২২:৫৪ | আপডেট: ১২ মার্চ ২০২৫ | ০০:৫১
দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডেসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার বিবৃতিতে এ কথা জানায় আইএসপিআর। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য বলে সংস্থাটি বিবৃতিতে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সিনিয়র জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অব কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্যে অবিচল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যেকোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ।
এতে আরও বলো হয়, বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস বারবার এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদমাধ্যমটির সর্বশেষ প্রতিবেদনের ঠিক এক মাস আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি একই বিষয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। এ ধরনের প্রতিবেদন সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এ ছাড়া কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয়।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা এসব সংবাদমাধ্যমকে, বিশেষ করে ভারতে অবস্থিত গণমাধ্যমগুলোকে ভালো সাংবাদিকতা চর্চা মেনে চলার এবং যাচাই না করা ও চাঞ্চল্যকর গল্প প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে তারা আইএসপিআর কাছ থেকে মতামত ও ব্যাখ্যা চাইবে বলে আশা করছি। আইএসপিআর সব সময় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক এবং অফিসিয়াল তথ্য সরবরাহের জন্য প্রস্তুত।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তার অঙ্গীকারে অবিচল। আমরা সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।