ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছয়জনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

ধর্ষণের অভিযোগ

ছয়জনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ০১:০৬

রাজধানীর খিলগাঁও, হাতিরঝিল, শাহআলী ও মুগদা এলাকায় ধর্ষণের অভিযোগ তোলা পাঁচ শিশুসহ ছয়জনের স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। এসব ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।
শাহআলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, শাহআলী ব্লক নিউ সি-র ১১ নম্বর বাসায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওসমান খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা জানান, একই ভবনে থাকায় আসামির শিশু ছেলের সঙ্গে তাঁর মেয়ে খেলাধুলা করত। ঘটনার দিন রাতে  কৌশলে তাকে ধর্ষণ করে ওসমান।
খিলগাঁওয়ে ১৫ বছরের শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে আলিফ সিয়াম নামে এক যুবকের বিরুদ্ধে। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ জানান, বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে অপহরণ করে আলিফ। বুধবার পরিবারের পক্ষ থেকে মামলা করলে ভুক্তভোগীকে খিলগাঁও ত্রিমোহনীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়।
মুগদা এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় পৃথক মামলা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়। মুগদা থানার এসআই আল-আমীন জানান, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

বিয়ের প্রলোভনে হাতিরঝিল এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, আসামিকে ধরতে অভিযান চলছে।
এদিকে রাজশাহীর বাঘা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার হোসেন নামে এক তরুণকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ মার্চ তুষারের নামে মামলা করেন ভুক্তভোগী। এদিকে বুধবার চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় রাতেই বাঘা থানায় জয় হোসেন নামে এক তরুণের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। আসামি পলাতক। রাঙামাটির লংগদু উপজেলায় ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজমেরী পরিবহনের একটি বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার দুই হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম শাহেদ আলী, আরেকজন ১৭ বছরের কিশোর।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)

আরও পড়ুন

×