স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী

রেজাউল মাকছুদ জাহেদী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ২৩:২৪
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ- ১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
৫ আগস্ট গণআন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রেজাউল মাকসুদ জাহেদীকে যুগ্ম-সচিব থেকে পদোন্নতি দিয়ে সরকারের অতিরিক্ত সচিব করা হয়। এরপর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
- বিষয় :
- স্থানীয় সরকার
- সচিব
- পদায়ন