ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে পারেন সোয়া ১ কোটি সিমধারী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ | ০১:১৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ | ০৭:৪২
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রায় সোয়া ১ কোটি মোবাইল সিমধারী ঢাকা ছাড়তে পারেন। অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার ২৮ মার্চ শুক্রবার ঈদের ছুটি শুরু হয়েছে। তবে ২৬ মার্চ ছিল শবেকদরের ছুটি। সেদিন থেকেই ঈদযাত্রা শুরু হয় ঢাকাবাসী অনেকের। অপারেটরদের সূত্রে জানা গেছে, গত চার দিনে (২৬-২৯ মার্চ) প্রায় ৮০ লাখ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছেন। আজ ৩০ ও ৩১ মার্চ ৪০ থেকে ৪৫ লাখ সিমধারী ঢাকা ছাড়তে পারেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুসারে, গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট মোবাইল ফোন গ্রাহক ১৮ কোটি ৬৫ লাখ। চাঁদ দেখার ওপর নির্ভর করে সোমবার অথবা মঙ্গলবার দেশে ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন ঈদের ছুটি ভোগ করবেন।
সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের কয়েক দিনে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়েন। এর মধ্যে প্রায় ৮ লাখ মানুষ বাস-মিনিবাসে, ১ লাখ মানুষ ট্রেনে বসে ও দাঁড়িয়ে এবং সোয়া লাখ মানুষ লঞ্চে বাড়ি যান। ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস ভাড়া করে ঢাকা ত্যাগ করেন সাড়ে ৭ লাখ মানুষ। মোটরসাইকেলে যান প্রায় ৪ লাখ মানুষ। এ ছাড়া ৮ লাখ মানুষ ট্রাক, অটোরিকশাসহ নানা অপ্রচলিত বাহনে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন। কিছু মানুষ উড়োজাহাজে ঢাকা ছাড়েন।
- বিষয় :
- ঈদ যাত্রা