ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

‘নারীর জীবনে  চলার ক্ষেত্রেও  এসেছে সংকট’

‘নারীর জীবনে  চলার ক্ষেত্রেও  এসেছে সংকট’

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ০২:৩৮

বাংলাদেশ মহিলা পরিষদ ও মুক্তিযুদ্ধ– দুটি একই সময়ে একই সঙ্গে হাত ধরাধরি করে চলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর চেতনার যে জাগরণ ঘটেছিল, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ।

মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে নারীর শক্তি সংগঠিত হয়েছে, নারী আন্দোলন অগ্রসর হয়েছে। এ চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও এসেছে সংকট।

গতকাল শুক্রবার মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সুফিয়া কামাল ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এসব কথা বলেন। ‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’ স্লোগানে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম। জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না, মাধবী বণিক ও রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।

আরও পড়ুন

×