ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে লিগ্যাল নোটিশ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ১৭:৪২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ | ১৭:৪৬
ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে অন্তর্ভুক্ত না করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ‘নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের সভাপতি সাইফুর রহমান রাসেলের পক্ষে আইনজীবী রাশিদা চৌধুরী নীলু এ নোটিশ পাঠান। চট্টগ্রাম ও নোয়াখালী জেলা প্রশাসককে এ নোটিশ পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি ভাসানচর থানা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে হাতিয়ার ৫ চর ঈশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা তথা ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা এবং কেওডার চরকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সম্প্রতি একটি গ্রুপ ওই মৌজাটি (ভাসানচর) সন্দ্বীপে অন্তর্ভুক্ত করা চেষ্টা করছে। এটা বেআইনি এবং সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। এই কার্যক্রম বন্ধ না হলে বিষয়টি চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে আবেদন (রিট) করা হবে বলেও আইনি নোটিসে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
আইনজীবী রাশিদা চৌধুরী নীলু সাংবাদিকদের বলেন, ভাসানচর দ্বীপটি সন্দীপের সঙ্গে যুক্ত করতে কিছু মানুষ মরিয়া হয়ে উঠেছে। তারা সবাই নানা শ্রেণি-পেশার সন্দীপের মানুষ। তাদের দাবি ও নানামুখী তৎপরতার মুখে মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় সীমানা জটিলতা নিরসনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার প্রতিবেদন জমা দিয়েছে। এতে ভাসানচর চট্টগ্রামের সন্দ্বীপের অংশ বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নজরে এই কার্যক্রম বন্ধের জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে ভাসানচর সন্দ্বীপের মানচিত্রে যুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত আসছে- বিষয়টি জানাজানি হলে হাতিয়ার লোকজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
- বিষয় :
- লিগ্যাল নোটিশ
- ভাসানচর