অনুপ্রবেশের অভিযোগে গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

ছবি: এএনআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ১৬:১৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ১৭:৩৯
ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে এক হাজারেরও বেশি মানুষকে আটক করেছে গুজরাত পুলিশ। এদের মধ্যে পাঁচশ’ জনের বেশি বাংলাদেশি রয়েছেন।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে গুজরাত থেকে ১০০ জনের মতো বাংলাদেশিকে আটক করা হয়। এছাড়া আহমেদাবাদ থেকে আরও ৪৫০ বাংলাদেশিকে আটক করা হয়। খবর বিবিসির।
গুজরাতের ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম এএনআইকে বলেছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুজরাট থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি নিয়ে এখানে বাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল বলেছেন, আমাদের কাছে তথ্য ছিল যে চান্দোলা এলাকায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি আছেন। সেই তথ্যের ভিত্তিতে আহমেদাবাদে ভোরে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ৪৫০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দুটো ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ১২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭৭ জনকে তাদের দেশে পাঠানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি শনিবার সাংবাদিকদের জানান, আহমেদাবাদ ও গুজরাটে চিরুনি অভিযানের পর নারী ও শিশুসহ এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, আহমেদাবাদে কমপক্ষে ৮৯০ জন এবং গুজরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এটি গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান।
ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। সেজন্যই বিভিন্ন রাজ্যে অভিযানে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার।
অবৈধ অভিবাসীদের সতর্ক করে দিয়ে বলেন, তারা যেন স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে, অন্যথায় তাদের গ্রেপ্তার করে নির্বাসিত করা হবে। অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
- বিষয় :
- বাংলাদেশি নাগরিক
- ভারত