সিসিডিবির তিন মাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ২১:১১
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সক্ষম জনগোষ্ঠী তৈরিতে খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) তাদের ক্লাইমেট প্রোগ্রামের আওতায় সপ্তমবারের মতো তিন মাসব্যাপী একটি ফ্ল্যাগশিপ ট্রেনিং দিয়েছে।
বুধবার সিসিডিবি ক্লাইমেট সেন্টারে ‘ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন অ্যান্ড মিটিগেশন’ শীর্ষক এই ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর চন্দন চার্লস গোমেজসহ জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত আরও অনেকেই।
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা ঠেকাতে প্রতিটি পর্যায়ের সব প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ ধরনের ফ্ল্যাগশিপ ট্রেনিং জনগণকে দক্ষ করে তুলতে আরও বেশি সহায়তা করবে।
সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বহু বছর ধরে সিসিডিবি কাজ করছে। এরই অংশ হিসেবে সপ্তমবারের মতো আমরা ফ্ল্যাগশিপ ট্রেনিং দিয়েছি।
বৈশ্বিকভাবে আবহাওয়া এবং জলবায়ুর যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে তা এক দিনে কাটিয়ে ওঠা সম্ভব না। আমরা চেষ্টা করছি এমন একটি জনগোষ্ঠী তৈরি করতে যারা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জন করতে পারবে।
- বিষয় :
- প্রশিক্ষণ কর্মশালা