এবার মুক্ত গণমাধ্যম দিবস পালনের পরিবেশে ভিন্নতা আছে: নুরুল কবির

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫ | ২০:৪২ | আপডেট: ০৪ মে ২০২৫ | ২১:০৯
গত বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের পরিবেশ আর ২০২৫ এর পরিবেশে ভিন্নতা রয়েছে বলে মনে করেন সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির। তিনি বলেন, 'দেশের সরকার প্রধানদের ওপর অনেক কিছু নির্ভর করে। রাজনীতিবিদদের ওপর সংবাদকর্মীদের কাজের স্বাধীনতা নির্ভর করে। নানা প্রতিকূলতার মধ্যে কাজ করতে গিয়ে সংবাদকর্মীদের অনেক ক্ষেত্রে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়।'
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ রোববার সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ওই আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতা।
অনুষ্ঠানে নিউ এজ সম্পাদক বলেন, 'সারাবিশ্বে যখন ঘটা করে মুক্ত গণমাধ্যম দিবস পালন করতে হয়, তখন বুঝতে হবে যে, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। বাংলাদেশে বিগত সময়ের চেয়ে এখন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে পার্থক্য সূচিত হওয়ার লক্ষণ দেখা গেছে। গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক, বাংলাদেশ এখনও সেই সূচকের অনেক নিচে অবস্থান করছে। গণমাধ্যমকে বাধাগ্রস্ত করার প্রধান শক্তি রাজনৈতিক দলগুলো।'
তিনি বলেন, 'ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বিভিন্ন দেশের সঙ্গে যে অসম চুক্তি রয়েছে, তা রিভিউ করার উদ্যোগ এখনও দেখিনি। বরং আমরা দেখছি, যারা আন্দোলন করেছে তারা ১৬ ডিসেম্বর মানে না, এর দায় কাদের? নারী সংস্কার কমিশন মানে না- এর দায় কাদের? একদিকে আমরা যেমন আশাবাদী হয়ে উঠছি, অন্যদিকে আবার আশঙ্কাও দেখছি, যে সংস্কারের বটম লাইন হবে- স্বাধীনতা। একাত্তরকে ধরেই সব ধরনের সংস্কার হতে হবে।'
সম্পাদক পরিষদ সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। বক্তব্য দেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টিার (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন- ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং জাতীয় প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন প্রমুখ।
- বিষয় :
- সাংবাদিক
- সম্পাদক পরিষদ