বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

কোলাজ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫ | ০১:০৪ | আপডেট: ০৫ মে ২০২৫ | ১৪:০৫
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন। জরুরি ভিত্তিতে আবেদনের দিনই ভিসা দেওয়া হবে বলে গতকাল রোববার ঢাকার চীন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জনস্বাস্থ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়ে গত মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ঐকমত্য হয়। এটি বাস্তবায়নে চীন দূতাবাস চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধামূলক ব্যবস্থা চালু করেছে।
ভিসা আবেদনের নথিপত্র সহজ করা হয়েছে। চীনে বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসা নিতে ইচ্ছুকদের জন্য ব্যাংক জমা সনদ ও আত্মীয়তা প্রমাণের জন্য গ্যারান্টি চিঠি ইস্যু করতে পারবে। ফলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদ আর লাগবে না।
চীন জরুরি চিকিৎসা ভিসার জন্য চালু করেছে নিবেদিতপ্রাণ ‘গ্রিন চ্যানেল’ পরিষেবা। এর আওতায় আবেদনের দিনই ভিসা মিলবে। চিকিৎসা ভিসার জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে। অনলাইনে আবেদন অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চীন দূতাবাস জানিয়েছে, মেডিকেল ভিসা আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে। রোগী উপস্থিত থাকতে না পারলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি চিঠির মাধ্যমে প্রযুক্তিগত সহায়তায় তাঁর সাক্ষাৎকার নেওয়া হবে।
বাংলাদেশ থেকে প্রথম দফায় ১৪ রোগী চীনের ফাওয়াই ইউনান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশি রোগীদের জন্য চারটি হাসপাতাল নির্ধারণ করছে চীন সরকার। এর মধ্যে ফাওয়াই ইউনান হাসপাতাল অন্যতম। এখানে হার্টের রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনাইসিভিডি) প্রাথমিক চিকিৎসা দিয়ে ইয়ামিন ও সাজিদকে চীনে পাঠানো হয়। এক সপ্তাহ চিকিৎসা নিয়ে দেশে ফিরে দু’জনই সুস্থ আছে।
হার্টের সমস্যা নিয়ে চীনে যাওয়া আরেক রোগী হায়দার আলী বলেন, ভারত ও থাইল্যান্ডের তুলনায় চীনে চিকিৎসা খরচ কম। এখানে হাসপাতালের চিকিৎসকরা অতিরিক্ত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা দেন না। নিজ দেশের নাগরিকের সমান খরচ নেওয়া হয়।
- বিষয় :
- ভিসা