পাঁচ সচিবের অপসারণ দাবি, হট্টগোল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০০:৫৯ | আপডেট: ১৪ মে ২০২৫ | ১০:৩৩
প্রশাসনের পাঁচ সচিবকে অপসারণের দাবিতে সচিবালয়ে হট্টগোল করেছেন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এরফানুল হকের কক্ষে হট্টগোল করেন বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের একাধিক নেতা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। অথচ ‘আওয়ামী সুবিধাভোগী’ কর্মকর্তাদের এখনও অপসারণ করা হয়নি। এ জন্য পাঁচ সচিবকে মঙ্গলবারের মধ্যে অপসারণের জন্য আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এখনও সেটা বাস্তবায়ন করেনি।
এপিডি অনুবিভাগের একাধিক কর্মকর্তা বলেন, অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা গতকাল জনপ্রশাসন সচিবকে তাঁর দপ্তরে না পেয়ে এপিডি অনুবিভাগে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতারা বলেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু আপনারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের কোলে নিয়ে বসে আছেন। এভাবে প্রশাসন চলতে পারে না। আমরা গত ১৫ বছরে নিগৃহীত, নির্যাতিত। অবর্ণনীয় আর্থিক কষ্ট ভোগ করেছি। ভালো কোনো পদ পাইনি। এখন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন, তারা আগের সরকারের সময়েও সুবিধা নিয়েছেন। তাদের এখনই পদ থেকে সরিয়ে ওএসডি করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব আব্দুল খালেক বলেন, আমরা মঙ্গলবারের মধ্যে পাঁচ সচিবের অপসারণ চেয়েছিলাম। এই দাবিতে আমাদের কর্মসূচির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আগামী ২০ মে এ বিষয়ে বৈঠক হবে। এর পর তাদের দাবি তিনি বাস্তবায়ন করবেন। সচিবের আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।
অপসারণ চাওয়া সচিবরা হলেন– পানিসম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব তোফাজ্জল হোসেন, কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) জাহেদা পারভীন। এ বিষয়ে জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের কাছে জানতে চাইল তিনি কোনো মন্তব্য করেননি।
বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সরকারি কর্মকর্তাদের এভাবে হট্টগোল করা ঠিক হয়নি। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সচিব পর্যায়ের কর্মকর্তারা জুনিয়র কর্মকর্তাদের রুমে হট্টগোল করেছেন। তাদের নিয়ম মেনে প্রতিবাদ করা উচিত।
কমর্চারীদের পাল্টা প্রতিবাদ
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের (একাংশ) সভাপতি বাদিউল কবীর ও মহাসচবি নিজাম উদ্দিন আহমেদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যক্রম সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ সমর্থন করে না। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে এ রূপ কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের (একাংশ) সভাপতি নুরুল ইসলাম ও মহাসচিব মোজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের কাছে কিছু দাবি জানান। একই সঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে (বাদিউলের পক্ষ থেকে) স্বাক্ষরিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের যে আন্দোলন চলছে, আমরা তা সর্বাত্মকভাবে সমর্থন করি।
- বিষয় :
- সচিব
- অপসারণ
- অপসারণ দাবি
- হট্টগোল