সাত কলেজে নতুন প্রশাসক দিল সরকার দপ্তর ঢাকা কলেজে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০১:০৯ | আপডেট: ১৯ মে ২০২৫ | ১২:৫৬
ঢাকার সাত সরকারি কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠন করা হচ্ছে। এই কাঠামোর অধীনে শিক্ষা কার্যক্রম চলবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে। অন্তর্বর্তী এ ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন ঢাকা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চুক্তিভিত্তিক নিয়োগে তিনি প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রশাসনের প্রধান কার্যালয় হবে ঢাকা কলেজ ক্যাম্পাসে।
ইউজিসি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই, সম্ভবত আজ বা কালকের মধ্যে জারি হতে পারে। সাধারণত এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার সাত সরকারি কলেজ হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী এবং এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।
কলেজগুলো এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকেই নিয়মিত পরীক্ষা না হওয়া, ফল প্রকাশে বিলম্বসহ বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে এসব সমস্যা ঘনীভূত হয় এবং অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজকে আবার তাদের থেকে পৃথক করার ঘোষণা দেয়।
সরকার ইতোমধ্যে এই কলেজগুলোর জন্য একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় একটি হাইব্রিড মডেলে পরিচালিত হবে, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ সশরীরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিটি কলেজে সব বিষয়ের ক্লাস না রেখে অনুষদভিত্তিক শ্রেণি কার্যক্রম চালুর ভাবনা রয়েছে। যেমন– তিতুমীর কলেজে ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস হতে পারে, অন্য কলেজগুলোতে হবে অন্যান্য অনুষদের ক্লাস।
নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি দীর্ঘ প্রক্রিয়া। আইন প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগসহ নানা ধাপ রয়েছে। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাময়িক কাঠামোর অধীনে সাত কলেজ পরিচালনার জন্যই প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি সূত্র জানিয়েছে, এই কাঠামোয় সাত কলেজের যে কোনো একজন অধ্যক্ষ প্রশাসকের দায়িত্বে থাকবেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভর্তি, পরীক্ষা নিয়ন্ত্রক ও হিসাব শাখার প্রতিনিধিরাও এতে সম্পৃক্ত থাকবেন।
এদিকে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। গত শনিবার সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন না হলে আজ সোমবার থেকে তারা নতুন করে কর্মসূচি শুরু করবেন। পাশাপাশি পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ এবং ৩০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারির দাবি জানান তারা। এই পরিস্থিতিতে আজ বা কালকের মধ্যে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
- বিষয় :
- সাত কলেজ