জাতীয় স্বার্থ রক্ষায় আনসারের ভূমিকা আরও সুদৃঢ় হচ্ছে: মহাপরিচালক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫ | ০৬:২৯
আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। পাহাড়ি জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাহিনীর ভূমিকা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
মঙ্গলবার বাহিনীর সামগ্রিক সক্ষমতা পর্যালোচনা, অবকাঠামো ও প্রশাসনিক চাহিদা নিরূপণ এবং পার্বত্য অঞ্চলে কর্মরত সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেছেন মহাপরিচালক।
সফরের অংশ হিসেবে তিনি খাগড়াছড়ির চেঙ্গী আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। সেখানে আনসার ও ভিডিপির মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার, আধুনিকায়ন ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেন। এর আগে বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাহিনী প্রধান।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত আনসার সদস্যদের সমতলে রেখে আসা পরিবারের সদস্যদের সম্প্রতি প্রবর্তিত স্বাস্থ্যসেবা-বিষয়ক সুবিধাদি সম্পর্কে খোঁজখবর নেন। মহাপরিচালক বাহিনীর সদস্যদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
প্রথম পর্যায়ে বাহিনীর সব স্তরের স্থায়ী কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন সদস্যদের জন্য এই সেবা চালু করা হয়েছে। পরবর্তী ধাপে সাধারণ আনসার সদস্য ও ইউনিয়ন পর্যায়ের ভিডিপি সদস্যদের জন্য চালু করা হবে। যেন বাহিনীর কোনো সদস্য ও তাদের পরিবার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
- বিষয় :
- আনসার