ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বায়ুদূষণ দূর করতে চাই মানসিকতার পরিবর্তন: রিজওয়ানা হাসান

বায়ুদূষণ দূর করতে চাই মানসিকতার পরিবর্তন: রিজওয়ানা হাসান

খিলগাঁওয়ে এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৪:২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ একদিনে দূর করা যাবে না। তবে মানুষ যদি নিজেদের জীবনযাত্রা ও মানসিকতায় পরিবর্তন আনে, তবে নির্মল ভবিষ্যৎ সম্ভব।

বুধবার সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ক্লিন এয়ার ম্যুরাল পেইন্টিং ইন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র-ছাত্রীদের আঁকা দেয়ালচিত্র দেখে উপদেষ্টা বলেন, ‘এই চিত্রগুলোর ভাষা খুবই স্পষ্ট। তোমরা যেভাবে অংশ নিয়েছ, তাতে দেশের বদলের সম্ভাবনা দেখি। তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ।’

তিনি বলেন, ‘আমাদের ভুল শুধরে নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদেরই নেতৃত্ব নিতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। জনগণের চাপ থাকলেই সরকার কাজ করে। যেখানে অসঙ্গতি দেখবে, সেখানে নিজেরাই এগিয়ে এসো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস মার্টিন, কর্মকর্তা উন সু, স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায় এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রে সবুজায়ন, নীল আকাশ, স্বচ্ছ বাতাস ও জলবায়ু ন্যায়ের বার্তা তুলে ধরা হয়।

রিজওয়ানা হাসান বলেন, ‘খিলগাঁওয়ে বন অধিদপ্তরের মাধ্যমে যেসব জায়গায় গাছ লাগানো সম্ভব, সেখানে আমরা গাছ লাগাব।’

পরে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেন। 'সেভ ক্যানালস, সেভ সিটি' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই আলোচনায় ঢাকার নদী ও খালকে প্লাস্টিক বর্জ্য থেকে রক্ষা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার ব্যক্তিগতভাবে পরিহার করতে হবে। সবাই মিলে সচেতন না হলে এই দুর্যোগ রোধ করা যাবে না।

আরও পড়ুন

×