সাবেক আইজিপি শহীদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২২:১৬
স্ত্রী-ছেলেসহ পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হকের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া অন্যরা হলেন– শহীদুল হকের স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ ও মজিদ জরিনা ফাউন্ডেশন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, শহীদুল হকের নামে ৯টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তাঁর স্ত্রীর নামে চারটি ও ছেলের নামে রয়েছে দুটি। বাকি আটটি মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় হিসাব।
- বিষয় :
- আদালত
- ব্যাংক হিসাব