ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬২

তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬২

ছবি: প্রতীকী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৮:২৫

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। বুধবার বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×