পশু কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৫ | ১৭:৩২ | আপডেট: ০৭ জুন ২০২৫ | ১৯:২১
ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একশ’ জন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দুইশ’ জন চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই অপেশাদার (মৌসুমি) কসাই।
ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত ১০০ জনের বেশি চিকিৎসা নিতে আসেন। তবে অধিকাংশের আঘাত গুরুতর নয়। জখম বেশি এমন কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতি ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতায় প্রচুর মানুষ আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন।