ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে ১০০ সহকারী কমিশনার

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে ১০০ সহকারী কমিশনার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২১:৩৬

বিসিএস প্রশাসন ক্যাডারের ১০০ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে পদায়নের জন্য তাদের চাকুরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. শাহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের আগামী ৩ জুলাইয়ের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

×