ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনেস্কোর আয়োজনে মিডিয়া লিটারেসি নেটওয়ার্কের কর্মশালা

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৪:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ১৪:৩১
রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনেস্কোর যৌথ আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে মিডিয়া লিটারেসি নেটওয়ার্কের উদ্বোধনী সভা ও ‘একটি সুন্দর ডিজিটাল ইকোসিস্টেমের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ প্রসারে ইউনেস্কোর ভূমিকা তুলে ধরেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. দিলারা বেগম একটি স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব করেন এবং নেটওয়ার্কের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করেন। ইউনেনেস্কো ঢাকা অফিসের নূরে জান্নাত প্রমা নেটওয়ার্কের মূল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান সেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ উদ্যোগে পারস্পারিক সহযোগিতার ওপর জোর দেন।
বিকেলে কর্মশালায় একটি স্বস্তিদায়ক ডিজিটাল ইকোসিস্টেম কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করা হয়। অধ্যাপক ড. সাইফুল আলম ‘ডিজিটাল গোলকধাঁধা নেভিগেট করা: ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া খবর বোঝা’ বিষয়ে আলোচনা করেন, অধ্যাপক ড. দিলারা বেগম ‘ডিজিটাল যুগে তথ্য যাচাই: অপরিহার্য সরঞ্জাম এবং কৌশল’ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া খবর ঠেকাতে ভূমিকা রাখবে বলে তারা প্রতাশ্যা করেন। সংবাদ বিজ্ঞপ্তি