ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাসায়নিক নমুনা সংগ্রহ ও শনাক্তকরণে কাস্টমস ও পুলিশের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ

রাসায়নিক নমুনা সংগ্রহ ও শনাক্তকরণে কাস্টমস ও পুলিশের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১৮:৪৮

রাসায়নিক নমুনা সংগ্রহ ও শনাক্তকরণে কাস্টমস ও পুলিশের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কাস্টমস ও পুলিশ কর্মকর্তাদের রাসায়নিক নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে পাঠানোর জন্য বিএনএসিডব্লিউসি এবং বিসিএসআইআর এর যৌথ আয়োজনে “স্যাম্পল কালেকশন প্রডিউসার ফর আইডেন্টিফিকেশন অব মোস্ট ট্রেডেড সিডিউল কেমিক্যালস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি গত ১৯ জুন বিসিএসআইআর-এ আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে রাসায়নিক দ্রব্যের নমুনা সংগ্রহ, সঠিকভাবে সংরক্ষণ, এবং তা পরীক্ষাগারে প্রেরণের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে যেসব রাসায়নিকের কন্টেইনারে নাম বা CAS রেজিস্ট্রেশন নম্বর থাকে না, সেগুলো শনাক্ত করতে কীভাবে কার্যকরভাবে নমুনা সংগ্রহ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় প্রশিক্ষণার্থীরা মত প্রকাশ করেন যে, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে রাসায়নিক দ্রব্য আমদানি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে বিএনএসিডব্লিউসি'র সভাপতি লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের পক্ষ থেকে সদস্য সচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
 

আরও পড়ুন

×