ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভিডিপি: আনসার মহাপরিচালক

মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভিডিপি: আনসার মহাপরিচালক

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন আনসার মহাপরিচালক। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ২২:০২ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ২২:০৩

মাদকবিরোধী কার্যক্রমে ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভিডিপি সদস্যরা মাদকবিরোধী কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক সামাজিক আন্দোলন এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বুধবার রংপুর রেঞ্জের তিনটি (দিনাজপুর, রংপুর ও নীলফামারী) জেলার আনসার ও ভিডিপি কার্যালয় এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় সাঁওতাল নৃগোষ্ঠী ও যুব সমাজের ক্ষমতায়নে বাহিনীর অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন মহাপরিচালক।

আনসার বাহিনীর মহাপরিচালক দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত ‘ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (সাঁওতাল) ২০২৫’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে ১৩২ জন ভিডিপি সদস্য-সদস্যাকে নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

পরে তিনি রংপুর জেলা আনসার-ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে চলমান ‘ইয়ুথ লিডারশিপ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং’ প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক নেতৃত্বের কার্যকর পরিধি, সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তি ভিত্তিক সামাজিক ব্যবসা এবং সাইবার অপরাধ প্রতিরোধসহ আধুনিক প্রযুক্তি-নির্ভর সম্ভাবনার বিষয়সমূহে জ্ঞান দেওয়া হচ্ছে।

মহাপরিচালক এ সময় প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সদস্যদের মনোবল, প্রশাসনিক কাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং জাতীয় প্রয়োজনে তাদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এই সফর সংশ্লিষ্ট জেলাগুলোর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, দায়িত্ববোধ ও কর্মস্পৃহা সঞ্চার করেছে।

আরও পড়ুন

×