ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুরাদনগরে নারী ধর্ষণ

নিপীড়নের ভিডিও ছড়ানো আরেক দফা নির্যাতনের শামিল

দেশজুড়ে নিন্দা, প্রতিবাদ, বিক্ষোভ

নিপীড়নের ভিডিও ছড়ানো আরেক দফা নির্যাতনের শামিল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২২:৫৮

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণ এবং নির্যাতনের ভিডিও ধারণ করে ছড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। বিবৃতি ও প্রতিবাদ কর্মসূচি থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আইনি, মানসিক ও স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। 

মানুষের জন্য ফাউন্ডেশন রোববার এক বিবৃতিতে ঘটনার দ্রুত বিচার এবং আসামিদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিপীড়নের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া নারীর প্রতি আরেক দফা নির্যাতনের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এটি ভুক্তভোগীর সামাজিক ও মানসিক স্থিতিকে ক্ষতিগ্রস্ত করে।

বিভিন্ন সংগঠনের বিবৃতি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক বিবৃতিতে বলেছেন, মুরাদনগরের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। অভিযুক্ত ধর্ষক ও ভিডিও ছড়ানো ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার নিজেদের নারীবান্ধব বললেও নারীর প্রতি অবমাননাকর ঘটনায় সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে বলা হয়েছে, দেশে মব সন্ত্রাস, সংখ্যালঘুসহ সমাজের দুর্বল বিপন্ন অংশের বিপন্নতা মারাত্মকভাবে বেড়ে চলেছে। 

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পৃথক বিবৃতিতে বলেন, বিভিন্ন স্থানে নারীদের বিরুদ্ধে মব তৈরি, অনলাইনসহ নানাভাবে নিপীড়ন ও হেনস্তা করা হচ্ছে। সরকার ও প্রশাসনকে এসব ঘটনা প্রতিরোধে দৃষ্টান্তমূলক ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। 
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বিবৃতিতে বলেন, নারীর ওপর ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে নিপীড়ন চলছে। বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বিবৃতিতে বলেন, নারী নির্যাতন প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। 
গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে জননিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, ঘটনাটি শুধু একটি ভয়াবহ অপরাধ নয়, বরং নারীর প্রতি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ। নারীমুক্তি কেন্দ্রের বিবৃতিতে নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিভিন্ন স্থানে বিক্ষোভ

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার কুমিল্লা নগরীর রাণীর বাজার রামঠাকুরের আশ্রম থেকে সংখ্যালঘু ঐক্য মোর্চার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, মুরাদনগরের ঘটনার দায়ভার রাষ্ট্র এড়াতে পারে না। 

মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। রোববার সন্ধ্যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। এদিকে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)

আরও পড়ুন

×