যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২২:২৩ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ২২:৩৪
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে অন্তত ২০ বছর কারাগারে ছিলেন, এমন ৫৬ বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত বিধির আওতায় তাদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়। মঙ্গলবার দেশের বিভিন্ন কারাগার থেকে তারা মুক্তি পাওয়া শুরু করেছেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ সমকালকে বলেন, যাবজ্জীবন সাজা ৩০ বছরের। এর মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের থেকে নির্বাচিত কিছু বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মামলার ধরন, গুরুত্ব, বন্দির আচরণ, শৃঙ্খলা রক্ষাসহ বেশকিছু বিষয় বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। যাচাই–বাছাই শেষে উপযুক্ত বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর নয়– এমন মামলায় দণ্ডিতরাই এ ধরনের সাজা মওকুফের আওতায় আসেন।
কারা সূত্র জানায়, কারাবিধি ৫৬৯ অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার ক্ষমতাবলে সরকার ২০ বছর সাজা ভোগ করা বন্দিদের মধ্যে ৫৬ জনের অবশিষ্ট সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।