ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কর্মচারীদের বকেয়া পরিশোধে শেভরনকে হাইকোর্টের নির্দেশ

কর্মচারীদের বকেয়া পরিশোধে শেভরনকে হাইকোর্টের নির্দেশ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ১১:১৫

কর্মচারীদের বকেয়া ৬০৪ কোটি টাকা পরিশোধ করতে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই অর্থ ৬শ' কর্মচারী মধ্যে সমভাবে বণ্টন করতেও বলা হয়েছে।

শেভরনের ৫৩৮ জন কর্মচারীর দায়ের করা পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল করিম লিটন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন।

আদালতে কর্মচারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত। শেভরনের পক্ষে ছিলেন ড. নাইম আহমেদ। পরে ব্যারিস্টার ওমর সাদাত সাংবাদিকদের বলেন, শেভরন ও তাদের কর্মচারীদের মধ্যে আদালতের বাইরে বকেয়া নিয়ে বিরোধ নিস্পত্তির সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

গত ২০১৬ সালের ১৫ ডিসেম্বর শেভরনের মুনাফার বকেয়া কর্মচারীদের না দেওয়ায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই আবেদনে কর্মচারীরা ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত তাদের মুনাফা না দেওয়ায় আইনী পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছিলেন। শ্রম আইন অনুসারে ৫ শতাংশ মুনাফা কর্মচারীদের দেওয়ার শর্ত ছিল।

আরও পড়ুন

×