সাঁওতালদের বিনামূল্যে চিকিৎসাসেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০ | ০৩:১৫ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ | ০৩:২১
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরানন্দপুর গ্রামের দরিদ্র সাঁওতালদের চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’ এবং বুয়েটের প্রকৌশলীদের সামাজিক সংগঠন ‘অংকুর ইন্টারন্যাশনাল’ এর যৌথ উদ্যোগে গত রোববার ক্যাম্প করা হয়।
ডু সামথিং ফাউন্ডেশনের পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ক্যাম্পে ৭ জন এমবিবিএস চিকিৎসক সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৯৪ জন সাঁওতাল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধসামগ্রী দেন। মেডিসিন, গাইনি, সার্জারি, শিশু, চর্মরোগসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা রিকি বর্মন নামক একজন রোগী বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিছু জটিল রোগে ভুগছেন। তার জন্য বড় ডাক্তার দেখাতে চান কিন্তু করোনায় ডাক্তার দেখাতে পারছেন না। তাদের জন্য আজকের ক্যাম্পটি আশার আলো।
উল্লেখ্য, ‘ডু সামথিং ফাউন্ডেশনের’ আয়োজনের এটি ৪১ তম মেডিকেল ক্যাম্প। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- সাঁওতাল
- চিকিৎসাসেবা