ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চিকিৎসক স্ত্রীকে নির্যাতন মামলায় চিকিৎসক স্বামী কারাগারে

চিকিৎসক স্ত্রীকে নির্যাতন মামলায় চিকিৎসক স্বামী কারাগারে

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ১০:৩৯

যৌতুকের দাবিতে চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক অলোক কুমার মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জসীম উদ্দিন বুধবার এ আদেশ দেন। অলোকের জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার অধিকতর শুনানির দিন ধার্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এ মামলায় মঙ্গলবার ভোরে ডা. অলোককে খুলনা থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। ২০০৪ সালের জানুয়ারিতে এ দুই চিকিৎসকের বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

অলোকের স্ত্রী দাবি করেছেন, বিয়ের সময় তার ব্যবসায়ী বাবা ৭০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ দেড় কোটি টাকার সামগ্রী দিয়েছিলেন। এ ছাড়া বাদীর নামে আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউন, মাতুয়াইল ও যাত্রাবাড়ীতে দুটি ফ্ল্যাট, সাভারে ৮ শতাংশ জমি, খুলনার বয়রায় ৩ দশমিক ৫ শতাংশ জমিও তার বাবা কিনে দেন। ওই সব সম্পত্তি লিখে দিতে স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে ওই নারী চিকিৎসকের অভিযোগ।

তিনি মামলায় দাবি করেন, চাকরির সুবাদে তিনি ঢাকায় অবস্থান করায় খুলনায় একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্বামী। এ নিয়ে কথা বলতে গেলে তার স্বামী ক্ষিপ্ত হয়ে গত ৩ নভেম্বর রাতে তাকে মারধর করেন।

আরও পড়ুন

×