সাংসদ হাজী সেলিমের কারাদণ্ডাদেশের নথি হাইকোর্টে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৬:৩০
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছরের কারাদণ্ডাদেশের মামলার যাবতীয় নথি (এলসিআর) হাইকোর্টে এসে পৌঁছেছে। ঢাকার বিশেষ জজ আদালত-৭ থেকে এসব নথি পাঠানো হয়েছে।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে মঙ্গলবার বিষয়টি জানানো হয়।
আদালতে এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। অন্যদিকে হাজী সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, নথি এসে পৌঁছানোর বিষয়টি হাইকোর্টকে জানানো হয়েছে। এখন আপিল পুনঃশুনানির বিষয়ে হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত দেবেন। গত ১১ নভেম্বর হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ডাদেশের মামলার যাবতীয় নথি (এলসিআর) তলব করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় বিচারিক আদালত থেকে নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়।
জানা যায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় পরের বছরের ২৭ এপ্রিল হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
২০১১ সালের ২ জানুয়ারি হাজী সেলিমের সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করেন দেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টকে হাজী সেলিমের আপিলের পুনঃ শুনানি করে নিষ্পত্তিরও আদেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর হাজি সেলিমের করা আপিল পুনঃশুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করে দুদক।