ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মাওলানা মাহমুদুল হাসান (ডানে)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ১৩:৪৬

ভাস্কর্য ইস্যুতে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে বৈঠক করেছেন আলেমরা। কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল এ বৈঠক করেন।

শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ বৈঠক শেষে বলেছেন, আলোচনা শুরু হয়েছে। আমাদের যা বলার সরকারকে বলেছি। আলোচনা আরো হবে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের বিষয়ে ব্রিফিং করবেন।

প্রতিনিধি দলের আরেক সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেছেন, গত ৫ ডিসেম্বর যাত্রাবাড়ি মাদ্রাসায় বৈঠক করে আলেম ওলামারা পাঁচ দফা দাবিনামা তৈরি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সেটি আগেই পাঠানো হয়েছে। সোমবার রাতের বৈঠকে এ নিয়ে কথা হয়েছে।

সূত্র জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলেমরা বলেছেন, তারা ভাস্কর্যের বিরোধিতা করলেও ভাঙতে বলেননি। বঙ্গবন্ধুকে সম্মান জানাতে দোলাইপাড়ে 'মুজিব মিনার' নির্মাণের প্রস্তাব দিয়েছেন তারা। ভাস্কর্যের বিরোধিতা করা আলেমদের দায়িত্ব। সরকার চাইলে ভাস্কর্য বানাতে পারে, তারা বাধা হয়ে দাঁড়াবেন না।

বৈঠকে আলেম প্রতিনিধি দলে ছিলেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাহফুজুল হক, মুসলেহ উদ্দিন গওহরপুরী, মুসলেহ উদ্দীন রাজু, নূর আহমদ কাসেম। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন বিশ্বাসসহ আরো কয়েকজন কর্মকর্তা।

উল্লেখ্য, ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ- হেফাজতে ইসলামের নেতা এবং কওমি ঘরানার আলেমরা এ ফতোয়া দিয়েছেন। রাজধানীর দোলাইপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছেন তারা। অন্যদিকে বিরোধিতাকারীদের সাম্প্রদায়িক অপশক্তি আখ্যা দিয়ে বিভিন্ন দল ও সংগঠন তাদের গ্রেফতার ও বিচার দাবি করেছে।

আরও পড়ুন

×