ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এ মাসে প্রকাশ হচ্ছে না ৪০তম বিসিএসের ফল

এ মাসে প্রকাশ হচ্ছে না ৪০তম বিসিএসের ফল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০ | ১০:১৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ | ১০:২৬

ডিসেম্বরের শেষ সপ্তাহে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু পরীক্ষার বেশ কিছু খাতা শেষ পর্যায়ে তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ সমকালকে বলেন, 'ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। আমরা চেষ্টা করেছি, কিন্তু সবসময় সম্ভব হয় না। বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার জন্য কোয়ালিফাইড হওয়ায় ফল প্রকাশ দেরি হবে।'

বিসিএসে তৃতীয় পরীক্ষকের প্রয়োজন হবে না- এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, তৃতীয় পরীক্ষকের প্রয়োজন হয়েছে। কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করার। খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে, সে বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।




আরও পড়ুন

×