ঢামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি

ডা. জাকিউল ইসলাম ফুয়াদ (বায়ে) ও ডা. শাহরিয়ার খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১ | ০৯:৩৩
ডা. জাকিউল ইসলাম ফুয়াদকে সভাপতি এবং ডা. শাহরিয়ার খানকে সাধারণ সম্পাদক রেখে গঠিত হলো ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) ঢাকা মেডিকেল কলেজ ইউনিট এর ২০২০-২১ বর্ষের কার্যনির্বাহী কমিটি।
৩৫ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটির সহসভাপতি ডা. শাশ্বত মিস্ত্রী চন্দন, ডা.লুৎফর রহমান লতিফ ও ডা. মাহিয়া নওরীন নিপু, সহসাধারণ সম্পাদক ডা. প্রকৃচি পোদ্দার, ডা. মনিরুজ্জামান মিল্টন ও ডা. মনীষা দে এবং সাংগঠনিক সম্পাদক ডা.হাসানুজ্জামান, ডা. গৌরব অধিকারী ও ডা. আকাশ কুন্ডু।
সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার খান বলেন, সারা দেশ থেকে অসংখ্য রোগী প্রতিনিয়ত ঢামেক হাসপাতালে আসে। মাসে নামমাত্র বেতন নিয়ে বিশাল সংখ্যক এই রোগীদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বর্তমান কমিটি হাসপাতালে রোগীদের মানসম্মত সেবাদানের পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি-দাওয়া নিয়ে কাজ করে যাবে।
- বিষয় :
- ইন্টার্ন চিকিৎসক পরিষদ