বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক ও ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০৫:১৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ | ০৫:৩১
ঢাকার মালিবাগে এক বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর পর টাকা-স্বর্ণালঙ্কারসহ ঘরের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়া সেই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকার শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন্স) জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার ওই গৃহকর্মীর নাম রেখা। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে।
মালিবাগের এক বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাটে গত ১৮ জানুয়ারি নির্যাতনের ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
পরিবারের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, বিলকিস বেগম (৬০) সপরিবারে রাজধানীর মালিবারে নিজ বাড়িতে থাকেন। তাদের বাসায় গৃহকর্মীর কাজ করতেন রেখা। গত সোমবার বিলকিস বেগমকে বাসায় একা রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। রেখা এ সুযোগে বিলকিস বেগমকে নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ টাকা, টেলিভিশন, মোবাইল নিয়ে পালিয়ে যান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। বিলকিস বেগম বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্যাতন ও লুটপাটের ঘটনার পর রেখা প্রথমে ঢাকার ডেমরায় আশ্রয় নেন। সেখান থেকে পালিয়ে তিনি ঠাকুরগাঁওয়ে মামার বাসায় যান। ঢাকা থেকে বার্তা পাওয়ার পর বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, রেখাকে ঢাকায় আনা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।