ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রেরণা ফাউন্ডেশন ও দ্যা ওয়েস্টিনের মধ্যে চুক্তি

প্রেরণা ফাউন্ডেশন ও দ্যা ওয়েস্টিনের মধ্যে চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০৭:৩৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ | ০৮:০৬

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং সার্বিক উন্নয়নে কাজ করছে প্রেরণা ফাউন্ডেশন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে দেশের মূলধারার অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে প্রেরণা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘আমরা শিখি, আমরা পারি’ শীর্ষক একটি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্প্রতি প্রেরণা ফাউন্ডেশন এবং দ্যা ওয়েস্টিন ঢাকা যৌথভাবে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ‘আমরা শিখি, আমরা পারি’ শীর্ষক কার্যক্রমের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের তৈরি ‘প্রেরণা মাস্ক’ এখন থেকে দ্যা ওয়েস্টিন ঢাকা থেকে সরাসরি ক্রয় করা যাবে।

দ্যা ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মুহোর এবং প্রেরণা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল আমিন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ওয়েস্টিন ঢাকা এবং প্রেরণা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘আমরা শিখি, আমরা পারি’ প্রকল্পের মাধ্যমে প্রেরণা ফাউন্ডেশন টেকসই ব্যবসায়িক মডেল গঠনে মনোনিবেশ করেছে, যা সমাজের বিশেষ চাহিদা-সম্পন্ন জনগোষ্ঠী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য দীর্ঘস্থায়ী কর্মসংস্থান নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কার্যক্রমটির অংশ হিসেবে দুটি দীর্ঘমেয়াদী প্রকল্প পরিচালনা করছে প্রেরণা ফাউন্ডেশন। প্রকল্প দুটি হলো- প্রেরণা মাস্ক ও শুদ্ধ হ্যান্ড রাব।

প্রেরণা মাস্ক প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়েছেন পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা। করোনাকালে দেশের অসংখ্য মানুষ কর্মসংস্থান হারিয়ে জীবন ও জীবিকার সংকটে পরেছেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিও এর অন্তর্ভুক্ত। ‘প্রেরণা মাস্ক’ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া এমন কিছু মানুষকে প্রেরণা ফাউন্ডেশন ও পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ দান করেছে, যার ভিত্তিতে তারা উন্নত মানের মাস্ক তৈরি করে সর্বসাধারণের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ সরবরাহের দায়িত্বে অংশ নিতে সক্ষম হয়েছেন।

দ্যা ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মুহোর বলেন, 'করোনাকালে দেশের অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সহযোগিতা করা নিঃসন্দেহে প্রেরণা ফাউন্ডেশনের একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে বাস্তবে রূপান্তর করার সহযোগী হতে পেরে আমরা গর্বিত।’

প্রেরণা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বের মানুষের জীবন ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে। পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের করোনাকালে সহায়তা করতে পেরে প্রেরণা ফাউন্ডেশন অত্যন্ত আনন্দিত। দ্যা ওয়েস্টিন ঢাকা এবং আমাদের অন্যান্য সকল শুভাকাঙ্ক্ষীদের প্রেরণা মাস্ক প্রকল্পে সহযোগিতা করার জন্য জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×