৩৮তম বিসিএসে নিয়োগ পেলেন ২১২৯ জন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ১০:৩৯
আটত্রিশতম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ দুই হাজার ১২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ ফেব্রুয়ারি ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, অর্থাৎ যিনি যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করবেন, সেই মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।