বঙ্গভ্যাক্সের জন্য সবাই অধীর অপেক্ষায়: তথ্যমন্ত্রী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৩৬ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৩৭
বাংলাদেশের করোনার টিকা বঙ্গভ্যাপের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গভ্যাক্স এলে তখন আমরা অন্য দেশকেও এই ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে পারব।
বৃহস্পতিবার বঙ্গভ্যাক্সের আবিস্কারক কাকন নাগ ও নাজনীন সুলতানার সঙ্গে শুভেচ্ছা বৈঠকে এ কথা বলেন তথ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গ্লোব বায়োটেকের এ দুই বিজ্ঞানীকে বাংলাদেশের গর্ব উল্লেখ করেন হাছান মাহমুদ। কাকন নাগ ও নাজনীন সুলতানা মুজিববর্ষের মধ্যেই বঙ্গভ্যাক্স জনগণের জন্য উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, তথ্যসচিব খাজা মিয়া এবং সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুল করিম বৈঠকে উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি একক ডোজ টিকা। বিশ্বের অনেক টিকাই একাধিক ডোজের। কিন্তু এটি একক ডোজের হওয়ায় একবার নিলেই যথেষ্ট। এটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ইথিকস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব পরীক্ষা-অনুমোদন সম্পন্ন করে অতিদ্রুত এই ভ্যাকসিন জনগণের জন্য প্রয়োগের দিকে এগিয়ে যাবে বলে আশা করছি। তিনি বলেন, পৃথিবীতে হাতেগোনা কয়েকটি দেশ ভ্যাকসিন আবিস্কারে সক্ষম হয়েছে এবং উপমহাদেশে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার করেছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন আসবে না এই অপপ্রচার মিথ্যা প্রমাণ করে সময়মতো ভ্যাকসিন এসেছে। সব জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এই ভ্যাকসিন কেউ নেবে না, এই গুজবও মিথ্যা প্রমাণ করে ভ্যাকসিন নেওয়ার জন্য জনগণের বিপুল উৎসাহ অপপ্রচারকারীদের দিকে তাকিয়ে ভেংচি কাটছে।