ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেঘ মেঘ করবে, তবে বৃষ্টি হবে না

মেঘ মেঘ করবে, তবে বৃষ্টি হবে না

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:৩০

আবহাওয়া শুষ্ক থাকলেও আগামী ২৪ ঘণ্টা দেশের কোথাও কোথাও আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘ জমতে পারে।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।



 






আরও পড়ুন

×