ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধর্ম উদারতা ও মানবতার শিক্ষা দেয়: প্রধান বিচারপতি

ধর্ম উদারতা ও মানবতার শিক্ষা দেয়: প্রধান বিচারপতি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৪৬

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয়। আমরা ধর্ম পালনে সবাই স্বাধীন। তাই তো সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালির সংস্কৃতি। এ কারণেই সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবছর সরস্বতী পূজার আয়োজন করে থাকে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ। এ সময় সুপ্রিম কোর্ট বারের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন

×