মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে: প্রাণিসম্পদ মন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১ | ১১:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকে শোষণ ও বঞ্চনার হাত থেকে মুক্ত করে তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা অবিরাম প্ররিশ্রম করছেন। শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বর্তমান সরকার যখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখনই একটি উগ্র সাম্প্রদায়িক চক্র সে অর্জন বিনষ্ট করতে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- মুজিবনগর সরকার