সেনাপ্রধানের মালদ্বীপ গমন

জেনারেল আজিজ আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২১ | ১০:৫৫
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। দেশটিতে তিনি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এ ছাড়া সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সামরিক স্বার্থ-সংশ্নিষ্ট বিষয়ে আলোচনা করবেন। সাক্ষাৎকালে তিনি দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
সফরকালে সেনাপ্রধান মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন
পরিদর্শন করবেন এবং হাইকমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৭ জুন সকালে দেশে
প্রত্যাবর্তন করবেন। আইএসপিআর।
- বিষয় :
- সেনাবাহিনী প্রধান
- জেনারেল আজিজ আহমেদ