ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু, একদিনে সর্বনিম্ন রোগী

ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু, একদিনে সর্বনিম্ন রোগী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৯:২০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা ও ফরিদপুরে আরও দুই গৃহবধূ মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগে চলতি মাসে আক্রান্তের সংখ্যা কমে এলেও মৃত্যু থামছে না। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৪২। তবে ৮১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ২৪২টি মৃত্যুর ঘটনার মধ্যে ১৩৬টি পর্যালোচনা করে তারা এ তথ্য প্রকাশ করেছে। যদিও শুরু থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬৭ জন। জুলাইয়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর একদিনের হিসাবে এটি সর্বনিম্ন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, শেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৫৪৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৯৮৭ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩১৬ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৪৮ জন।

খুলনা ব্যুরো জানায়, মঙ্গলবার দুপুর দেড়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অষ্টমী সেন (৪৫) নামে আরেক ডেঙ্গু রোগী মারা গেছেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের চন্দন সেনের স্ত্রী। হাসপাতালে ভর্তি করানোর এক ঘণ্টার মধ্যেই অষ্টমী মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক সমকালকে জানান, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন, তাদের মধ্যে নতুন রোগী ২২ জন।

ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে মঞ্জু রানী (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের হরিপদ কুমারের স্ত্রী। একই দিন সকালে ডেঙ্গুজ্বর নিয়ে মঞ্জুকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুসহ ১১ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

আরও পড়ুন

×