ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আবরার হত্যার দায় সরকারকে নিতে হবে: আ স ম রব

আবরার হত্যার দায় সরকারকে নিতে হবে: আ স ম রব

আ স ম আবদুর রব -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৯:৩৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বুয়েট ছাত্র আবরার ফাহাদকে প্রতিবাদের পতাকা হিসেবে আখ্যায়িত করেছেন। 

তিনি বলেছেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সরকারের পেটুয়া বাহিনী নিষ্ঠুর ও নির্মমভাবে আবরার ফাহাদকে হত্যা করেছে। এর দায়দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে।

মঙ্গলবার আ স ম আবদুর রব এক বিবৃতিতে এ কথা বলেন।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকারি মদদে, আশ্রয়ে-প্রশ্রয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানকে স্তব্ধ করা, গুম করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিরোধী মত-পথকে নিশ্চিহ্ন করছে সরকার।

এই শাসকের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×