ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বোনের বিরুদ্ধে কুৎসা

চার্জ গঠনের শুনানির দিন ধার্য

চার্জ গঠনের শুনানির দিন ধার্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ১১:১৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ১১:১৯

প্রাণনাশের হুমকি ও চরিত্র নিয়ে কুৎসা রটানোর অভিযোগে শাহনাওয়াজ শিশিরের বিরুদ্ধে চার্জ গঠনের ওপর শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার গত ২৮ সেপ্টেম্বর এ দিন ঠিক করেন।

মামলা সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২০১৯ সালের ১৪ জুন ব্যারিস্টার তুরিন আফরোজের মা শামসুন্নাহার দিলু ও ভাই শাহনাওয়াজ শিশির তুরিন আফরোজের উত্তরাস্থ বাসায় জোরপুর্বক প্রবেশের চেষ্টা করে। ভবনের নিরাপত্তা কর্মীরা বাঁধা দিলে তারা তুরিন আফরোজকে প্রাণনাশসহ নানারূপ অশালীন হুমকি দেন। এ কারণে উত্তরা পশ্চিম থানায় নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে জিডি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

পরবর্তীতে তদন্তে ব্যারিস্টার তুরিন আফরোজের করা জিডির সত্যতা প্রমাণিত হয়। ফলে তদন্তকারী কর্মকর্তা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তুরিন আফরোজের মা ও ভাইয়ের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। একই বছরের ২২ নভেম্বর ঢাকার আদালত মামলাটি আমলে নেন। গত ২০২০ সালের ২৭শে নভেম্বর শাহনাওয়াজ শিশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলাটি চার্জ গঠনের ওপর শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।


আরও পড়ুন

×