ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ

মামলা থেকে নুরসহ ৫ জনকে অব্যাহতি

মামলা থেকে নুরসহ ৫ জনকে অব্যাহতি

সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১ | ০৬:৪৬ | আপডেট: ০৩ নভেম্বর ২০২১ | ০৬:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা থেকে সাবেক ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুর রহমান এ আদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. নাজমুল হুদা, সংগঠনের দুই যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

এর আগে গত ১৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে পাঁচজনকে অব্যাহতির আবেদন করা হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

×