২০১৯ সালে সংখ্যালঘু নির্যাতন ৩১ হাজারের বেশি: হিন্দু মহাজোট

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:০৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ১০:০৭
২০১৯ সালে সারাদেশে ৩১ হাজার ৫০৫ জন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছেন। নয় হাজার ৫০৭ একর ভূমি জবরদখল করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ম মহাসচিব মনিশংকর মণ্ডল, আইন সম্পাদক সুব্রত হালদার, মহিলা মহাজোটের সাধারণ সম্পাদক সাগরিকা মণ্ডল, উত্তরবঙ্গ সমন্বয়ক দুলাল কর্মকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে খুন, হত্যাচেষ্টা, জোরপূর্বক জমি দখল, প্রতিমা ভাঙচুর, ধর্ষণ, ধর্মান্তর, অগ্নিসংযোগ, ডাকাতি, দেশত্যাগে বাধ্যকরণসহ নানা ঘটনা ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সরকারদলীয় নেতাকর্মীসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা এবং প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে হামলা ও লুটপাট চালানো হয়।
এ সময় আরও বলা হয়, গত এক বছরে সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, নির্যাতনসহ নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১০৮টি হত্যা, ১১১টি হত্যার হুমকি, ৮৮ জনকে হত্যাচেষ্টা, নির্যাতনে ৪৮৪ জন আহত, ৭৬ জনকে অপহরণ, ৪২ জনকে ধর্ষণ, ১৮ জনকে গণধর্ষণ, ২৬ জন নিখোঁজ, ১৪৮ জনকে জোরপূর্বক ধর্মান্তকরণ, ১৫ লাখ ২৮ হাজার টাকা চাঁদাবাজি, ২৭৭টি মন্দির লুট, ৩৮৭টি বসতবাড়িতে হামলা, ৯২টি অগ্নিসংযোগ, ৭৯টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৪৩৪টি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ, ৬৪১ পরিবারকে দেশত্যাগের হুমকি, ৩৭৯টি পরিবারকে দেশত্যাগে বাধ্যকরণ, ১০৯ জনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার, ৩৬ জনকে মিথ্যা রাজাকার বানানো ইত্যাদি।
- বিষয় :
- সংখ্যালঘু নির্যাতন
- হিন্দু মহাজোট