ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার বৈষম্য নিরসনে পথিকৃৎ হিসেবে কাজ করেছে: এ. কে. আজাদ

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ - সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১ | ০৮:২২ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১ | ০৮:৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই অঞ্চলের শিক্ষা বিস্তারের সূতিকাগার আখ্যায়িত করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার বৈষম্য নিরসনে পথিকৃৎ হিসেবে কাজ করেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ. কে. আজাদ বলেন, বিশেষত জ্ঞান আহরণ, উদ্ভাবন ও তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এ অঞ্চলের নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা বিস্তারের দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পৌঁছে দিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আর এর পেছনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। সর্বোপরি এই অঞ্চলের শিক্ষা বিস্তারের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার বৈষম্য নিরসনে পথিকৃৎ হিসেবে কাজ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।