ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডা. সাবরিনাকে কেন জামিন নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট

ডা. সাবরিনাকে কেন জামিন নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৮:০৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৮:০৫

করোনাভাইরাস টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।

২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডা. সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। ওই দিনই গ্রেপ্তার হন আরিফুল হক চৌধুরী। 

এরপর ওই বছরের ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। 

গত বছরের ২০ আগস্ট ঢাকার বিচারিক আদালত ডা. সাবরিনাসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। বিচারিক আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। 

আরও পড়ুন

×