ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্যপ্রাণী সংরক্ষণে এয়ারগান নিষিদ্ধ

বন্যপ্রাণী সংরক্ষণে এয়ারগান নিষিদ্ধ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০১:১৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০১:৩৪

পাখিসহ বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মঙ্গলবার এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ‘দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

তবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে শুটিং ক্লাব, বনাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই ব্যাপারে প্রজ্ঞাপনে বলা হয়, ‘তবে শর্ত থাকে যে, জাতীয় শুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত শুটিং ক্লাব ও বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে উক্তরূপ নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকিবে।’




আরও পড়ুন

×